ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর বাড়িতে বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
শনিবার (১১ জুন) দুপুরে প্রতিনিধি দলটি উপজেলার করাতিপাড়া গ্রামে নিহত পুরোহিতের বাড়িতে পৌঁছায়। এ সময় তিনি নিহত’র পরিবারের খোঁজ খবর নেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নিতাই রায় বলেন, ‘আমাদের দেশের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, শান্তিপূর্ণ সমাজকে বিভক্ত করে তোলার জন্য যে ঘটনাগুলো ঘটছে। তার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের বের করতে আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের ব্যর্থতা আমরা লক্ষ্য করছি। আমরা মনে করি, এখানে রাষ্ট্রের নিরাপত্তা, শান্তি অগ্রগতি ও সমস্ত সাম্প্রদায়ের শান্তি শৃঙ্খলা জড়িত। সে কারণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সর্ব দলীয়ভাবে উদ্যোগ নিতে হবে।’
প্রতিনিধি দলে ছিলেন বিএনপি নেতা জয়ন্ত কুমার কুন্ডু, জন গমেজ, অমলেন্দ বিশ্বাস, জেলা নেতা আব্দুল মালেক, কামাল আজাদ পান্নু প্রমুখ।
প্রসঙ্গত, গত ৭ জুন সকালে মন্দিরে পূজা দিতে যাওয়ার পথে ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া শ্মশানঘাট এলাকায় বিলের মধ্যে দুর্বৃত্তরা পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী ওরফে নন্দ ঠাকুরকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। পরদিন (৮ জুন) নিহতের বড় ছেলে অরুণ গোপাল গাঙ্গুলী বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা করেন। এদিন সকালে ভারতীয় হাই কমিশনের দুই কর্মকর্তা ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেন।