হবিগঞ্জ সংবাদদাতা : জঙ্গি দমনে পুলিশের সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে হবিগঞ্জ জেলায় ২৯ জনকে আটক করা হয়েছে। আটকৃতদের মধ্যে জেলা জামায়াতের সাবেক আমির রয়েছেন। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
হবিগঞ্জ জেলার গোয়েন্দা শাখার এসআই মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই মনির জানান, জেলার বিভিন্ন থানায় গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জেলা জামায়াতের সাবেক আমির আব্দুস সহিদসহ ২৯ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।