মাধবপুর প্রতিনিধি : মাধবপুরের খড়কী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুদলের সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত ও ফারুক মিয়া (৩৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।
শনিবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা জান তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার নামাজের পর খড়কী গ্রামের ফসলী মাঠে পাহারাদার নিয়োগ করাকে কেন্দ্র করে মোনায়েম খাঁ মেম্বার ও আব্দুল হাই সাবেক মেম্বারের মাঝে প্রথমে দুজনে তর্কবির্তকের এক পর্যায়ে দুদলে সংঘর্ষে লিপ্ত হয়।
এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। আহতরা মাধবপুর, হবিগঞ্জ সদর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।