এম রবিউল্লাহ: ভারতের বিহারভিত্তিক রাজনৈতিক দল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে জন্ম দিনের শুভেচ্ছা জানিয়েছেন দেশের হেভিয়েট রাজনীতিবিদরা। শনিবার ৬৯ বছরে পা দিলেন লালুপ্রসাদ। ৬৯ পাউন্ডের কেক কেটে জন্মদিন পালন করেছেন লালুপ্রসাদ।
লালুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গন্ধী, সহ সভাপতি রাহুল গান্ধী, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, রাজ্যপাল রামনাথ কোবিন্দ, যোগগুরু রাম দেব, বিজেপির সরকারের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি।
জন্মদিন উপলক্ষ্যে ধর্মনিরপেক্ষ জোট সরকারের মাধ্যমে বিহারের আরও উন্নতি কামনা করেছেন লালু প্রসাদ। সকাল থেকেই লালু প্রসাদের পটনার ১০ নম্বর সার্কুলার রোডের বাসভবন সরগরম ছিল। এই বাড়ির দরজা শনিবার সবার জন্য খোলা। বহু মানুষ সকাল থেকেই ভিড় জমিয়েছেন।
আরজেডি’র যুব শাখার পক্ষ থেকে বিহারের সাবেক মুখ্যমন্ত্রীকে ৬৯ কেজি ওজনের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লালুর বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানান নীতীশ কুমার। তিনি বলেন, লালু যে অবস্থা থেকে রাজনীতির শীর্ষে উঠে এসেছেন সেটা সবাইকে অনুপ্রেরণা জোগায়। জীবনের শুরু থেকেই লড়াই করছেন। আমি লালু আরও উন্নতি কমানা করছি। দ্য স্টেটসম্যান ও এবিপি আনন্দের।