ডেস্ক রিপোর্ট:সিলেটের দক্ষিণ সুরমা ও সুনামগঞ্জের ছাতকে শনিবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
দক্ষিণ সুরমা (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, শনিবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের বাউরবাগ গ্রামের সিরাজ মিয়ার কন্যা খাদিজা (২) বাড়ীর পুকুরে পড়ে মৃত্যুবরণ করে। বাড়ীর লোকজনের অজান্তে বাড়ীর পুকুরে সে পড়ে গেলে দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকেন। পরে পুকুরে তল্লাশী চালিয়ে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে স্থানীয় মোগলাবাজারে চিকিৎসকের কাছে নেয়া হয়। এ সময় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক সোহেল সিরাজ মিয়ার বাড়ীতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও মোগলাবাজার থানাকে অবহিত করলে শিশু খাদিজার লাশ দাফন সম্পন্ন করা হয়।
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, শনিবার দুপুরে নোয়ারাই ইউনিয়নের বেঁদে পল্লী সংলগ্ন চেলা নদীতে ডুবে মোস্তাকুর রহমান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়। মোস্তাকুর রহমান বেঁদে পল্লীর বাসিন্দা মকবুল হোসেনের পুত্র। খেলার ছলে পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে বেদে পল্লী সংলগ্ন চেলা নদীতে ডুবে যায় মোস্তাকুর। খোঁজাখুঁজি করে প্রায় আধ ঘন্টা পর নদীর পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।