অনির্বাণ বড়ুয়া : ডিম আগে না মুরগি আগে এই প্রশ্নের সমাধান হয়নি এখনও। তবে জাপানের কিছু ছাত্র এই প্রশ্নের আপাত একটি সমাধান দিয়েছে। তারা প্রমাণ করেছে ডিম ভাঙলেও মুরগি জন্মাতে পারে। তারা ডিমকে ভেঙ্গে ডিমের ভেতরের অংশ দিয়ে বাইরে মুরগির বাচ্চা জন্মাতে সমর্থ হয়েছে। পুরো প্রক্রিয়ার একটি ভিডিও ছেড়েছে তারা।
তাদের কাজকে পুরোপুরি ‘ডিম ছাড়াই মুরগির বাচ্চা জন্মানো’ বলা যাবে না। কারণ তারা ডিমের খোশা ছাড়া বাকী সবই ব্যবহার করেছে।
জাপানের ছাত্রদের এই সাফল্য সামনের দিকে অনেক কাজে লাগবে। যেমন বিলুপ্তপ্রায় প্রজাতীর সংরক্ষণে এটি সহায়ক হবে। ভাঙ্গা ডিম থেকেও বাচ্চা জন্মানো যাবে এখন থেকে। ডিমের খোলসের বাহিরে পাখির জন্ম দেওয়া এখন শতকরা ৬০ ভাগ সাফল্যের সঙ্গে করা হচ্ছে। মুরগিসহ বাকী সব পাখি এখন ডিম তা দেওয়া থেকে অবসর নিতেই পারে।