কিরণ সেখ: গত শুক্রবার গুলশানে জঙ্গি হামলায় নিহদের স্মরণে ঘোষিত রাষ্ট্রীয় শোক পালন করছে বিএনপি। রবিবার সকাল থেকে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ের মূল ফটকে কালো পতাকা টানানো হয়েছে।
এরআগে গতকাল শনিবার সন্ধ্যায় গুলশানে নিহতদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কালো পতাকা টানানোর বিষয়ে জানতে চাইলে চেয়ারপারসনে মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, গুলশানের নিহতদের স্মরণে শোকপ্রকাশ করতেই রবিবার সকালে কালো পতাকা লাগানো হয়েছে।