আদিত্য নারায়ণ বললে অনেকেই চিনবেন না। যদি বলি তিনি ভারতের বিখ্যাত কণ্ঠশিল্পী উদিত নারায়ণের পুত্র তবে সবাই চিনবেন। পেশায় তিনিও একজন শিল্পী হলেও ব্যক্তি আদিত্য অনেকের কাছেই অপরিচিত। বাবা উদিত নারায়ণের পরিচয়েই তিনি বেশি পরিচিত। সুরেলা কণ্ঠস্বর ছাড়াও শান্তশিষ্ট স্বভাব ও নম্র ব্যবহারে যে বাবার জুড়ি মেলা ভার। সেই শান্তশিষ্ট বাবার ছেলেই কিনা প্রকাশ্য ঘটালেন এমন অশান্ত কাণ্ড! তাও আবার বিমানবন্দরের মত একটা জায়গায়।
খোলাসা করেই বলি। সম্প্রতি বিমানে করে মুম্বাই আসছিলেন উদিতপুত্র আদিত্য নারায়ণ। বিমানে ওঠার আগে বিমানবন্দরের ভেতরে ঘুরে ঘুরে মোবাইলে ভিডিও করা শুরু করেন চারপাশের সবকিছু। কিন্তু বিমানবন্দরের ভেতরে অনুমতি ছাড়া ছবি তোলা বা ভিডিও করা যে আইনত অপরাধ সেটা বোধহয় ভুলেই গিয়েছিলেন আদিত্য।
গায়কের এমন কর্মকাণ্ড দেখে এগিয়ে এসে বাধা দেন দায়িত্বরত এক বিমানকর্মী। আর তাতেই বেজায় চটে যান আদিত্য। প্রকাশ্যে তিনি ওই বিমানকর্মীকে আন্ডার ওয়্যার খুলে নেয়ার হুমকি দেন। এমনকি ধাক্কাধাক্কিও হয় তাদের মধ্যে। শুধু তাই নয়, মুম্বাই বিমানবন্দরে নেমে ওই কর্মীকে দেখে নেবেন বলেও হুমকি দেন তিনি।
বিমানকর্মীর সঙ্গে আদিত্যর এমন দুর্ববহারের ঘটনা কেউ একজন মোবাইলে ভিডিও করে তা ছড়িয়ে দেন ইন্টারনেটে। কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেটি।
অন্যদিকে আদিত্য নারায়ণের এমন ব্যবহার কোনোভাবেই সহ্য করা হবে না বলে জানিয়েছেন এয়ারলাইন প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুধাকর রেড্ডি। এ ঘটনায় আদিত্যর বিরুদ্ধে ইন্ডিগো উপযুক্ত ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।