ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার গাজীপুরের কালিয়াকৈরের ৬৬.৫৬ একর কৃষিজমি বাজেয়াপ্ত করা হয়েছে।
সাদেক হোসেন খোকার বাজেয়াপ্ত হওয়া সেই সম্পত্তি খাস খতিয়ানভুক্ত করে সরকারের হেফাজতে নিয়েছে উপজেলা প্রশাসন। সেই সম্পত্তি দীর্ঘ মেয়াদী বন্দোবস্তের (লিজ) আবেদন করেছে বঙ্গবন্ধু হাইটেক সিটি। খুব শিগগিরই এই সম্পত্তি বঙ্গবন্ধু হাইটেক সিটির হতে যাচ্ছে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলায় গত বছরের ২০ অক্টোবর গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাদেক হোসেনকে ১৩ বছরের কারাদণ্ড দেন আদালত। রায়ে তিনি অবৈধভাবে ১০ কোটি ৫ লাখ ২১ হাজার ৮৩২ টাকার সম্পদের মালিক হয়েছেন ঘোষণা করে ওই সম্পদ রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত।
ঢাকার বিজ্ঞ জজ আদালত- ০৩ এর বিশেষ মামলা নং ০২/২০১৫ এর বিগত ২০ নভেম্বর ২০১৫ইং তারিখে প্রদত্ত রায় মোতাবেক রাষ্ট্রের বাজেয়াপ্তকৃত ভুমি দন্ডিত আসামী সাদেক হোসেন খোকার প্রতিষ্ঠানের নামীয় জোত/ খতিয়ান হতে বিভিন্ন মোকাদ্দমার মাধ্যমে কর্তন করে ৮৮.৭৪ একর সরকারি খাস খতিয়ান ভুক্তকরণের জন্য সরকারের পক্ষ থেকে একটি আদেশ দেয়া হয়।
আদেশ মোতাবেক ও মামলার রায়ের ভিত্তিতে গাজীপুর জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক খোকার সম্পত্তির যাচাইবাচাই করেন কালিয়াকৈর উপজেলা প্রশাসন। বাজেয়াপ্ত করার পর ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর ওই জমি দখলে নিয়ে সেখানে লাল পতাকা ও সরকারি সাইনবোর্ড টানিয়ে দেয় উপজেলা প্রশাসন।
বাংলাদেশ হাইটেক পার্কে ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম বলেন, বঙ্গবন্ধু হাইটেক সিটির উন্নয়নের জন্য ওই সম্পত্তি দীর্ঘ মেয়াদে লিজের আবেদন করা হয়েছে। ওই সম্পত্তি পেলে হাইটেক সিটির উন্নয়ন ও পরিধি দুটিই বাড়বে। এছাড়া আরো বেশ কিছু মানুষের কর্মসংস্থান হবে।
কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ শামসুজ্জোহা জানান, ওই সম্পত্তির কাগজপত্র যাচাই বাচাই শেষে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ৬৬.৫৬ একর জমি বঙ্গবন্ধু হাইটেক সিটির নামে দীর্ঘ মেয়াদী বন্দোবস্ত দেয়ার প্রস্তাব পাঠানো হয়েছে। তা বন্দোবস্তের প্রক্রিয়া চলছে। যার গড় মূল্য ধরা হয়েছে, ৪৭ কোটি ৯৪ লাখ ২৩৭ টাকা বলেও জানান তিনি।