সিলেট নগরীতে গত তিনদিন ধরে মুজাহিদুল হক নামে এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে। নিখোঁজ মুজাহিদুল দর্শন দেউরি এলাকার মুহিবুর রহমান একাডেমির নবম শ্রেণির ছাত্র।
শনিবার (২৩ জুন) সকাল থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান নিখোঁজের বাবা মুহিবুল হক। নিখোঁজের গ্রামের বাড়ি ছাতকের হায়দরপুরে হলেও বর্তমানে তারা নগরীর সুবিদবাজারের বন কলাপাড়ার নুরানী ১২/৮ নম্বর বাসায় বসবাস করে আসছিলো।
মুহিবুল হক জানান, শনিবার সকাল ৮টার সময় মুজাহিদুল ঘরের কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে পড়ে। পরে বিকেলে তাঁর সঙ্গে থাকা ফোনে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।
পরবর্তীতে তাকে কোথাও খুঁজে না পাওয়া গেলে মুহিবুল এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়রি ( নং-৯৯০) করেন।