
র্যাব ৯ এর অভিযানে এসএমপি, সিলেট এর শাহপরান (র.) থানা এলাকা থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার (৯ জুলাই) রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, ব্যাটালিয়ন সদর, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প, র্যাব-৯, সিলেট) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
গতকাল শনিবার (১০ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার মো. আফসান-আল-আলম।
র্যাব জানায় এসএমপি সিলেট এর শাহপরান (র.) থানাধীন ইসলামপুর বাজারের ফিজা শপিংমলের সামনে থেকে দায়রা নং-৯৪০/১৩, সিআর- ৪৯১/১৩,(সদর), দায়রা নং- ৫১২/১৬, দায়রা নং-২৪৮৫/১৭, সিআর নং-৬৭৩/১৪, ধারা-এনআই-এ্যাক্ট এর-১৩৮ ধারা মোতাবেক তিন বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মাওলানা মো. নুরুল হক (৩৮), পিতা. মৃত মো. ইদ্রিস আলী, সাং-পুরান মৈশাপুর, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব ধৃত আসামিকে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করে।