
করোনাভাইরাস এর ব্যাপক ও ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত লকডাউন এর কঠোর বিধি নিষেধ মহানগরবাসী কর্তৃক পালনে, স্বাস্থ্যবিধি মেনে চলায় এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার ও ফোর্স যৌথভাবে এসএমপির বিভিন্ন স্থানে দিবা রাত্র ৩২ টি চেকপোস্ট, সকল থানা- ফাঁড়ি-তদন্ত কেন্দ্র এলাকাধীন দিবারাত্র ৫২টি টহল মোবাইল ডিউটিসহ নিরলসভাবে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটি করছে।
এরই ধারাবাহিকতায় লকডাউনের ১০ম দিনে লকডাউন বিধি নিষেধ অমান্য করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে
সিএনজি ২৯টি, মোটরসাইকেল ৩১ টি, প্রাইভেট কার ১৩টি ও অন্যান্য ০২ টি মামলাসহ সর্বমোট ৭৫ টি মামলা এবং সিএনজি ৪৪ টি, মোটরসাইকেল ২০ টি, প্রাইভেট কার ০৬ টি, অন্যান্য ৩০ টি সহ মোট ১০০ টি যানবাহন আটক করা হয়।
এছাড়াও পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ০৫ টি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থানে সর্বমোট ১,২০,৩০০/- টাকা জরিমানা এবং ০১ জনকে ০৭(সাত) দিনের জন্য সাজা প্রদান করা হয়।